বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে অবকাঠামো সক্ষমতা বাড়াচ্ছে ভারত, তারই অংশ হিসেবে শক্তিশালী করা হচ্ছে আগরতলা বিমানবন্দর। এছাড়া দুই দেশের পর্যটন শিল্পকে কাজে লাগাতে নতুন নতুন উদ্যোগ নেয়া হচ্ছে, যা দুই দেশের অর্থনীতিকে করবে সমৃদ্ধ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের আগরতলায় দুইদিন ব্যাপী ভারত-বাংলাদেশ পর্যটন উৎসবে এমন তাগিদ দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ।
ত্রিপুরার মুক্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় এখন বছরে পাঁচ লাখের বেশি বিদেশি পর্যটকের আগমন হয়, তার মধ্যে বাংলাদেশীদের সংখ্যাই বেশি।
অনুষ্ঠানে বাংলাদেশের দর্শনীয় স্থান ভ্রমনেও, ত্রিপুরাবাসীদের উদ্বুদ্ধ করা হয়। দুই দেশের ভাষা সংস্কৃতি এক, তাই দিনদিন সম্পর্ক আরও সুদৃড় হবে বলে উল্লেখ করা হয়।
Leave a reply