ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু

|

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের ১০ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ট্রাকের সঙ্গে শ্যালোইঞ্জিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ট্রলির দুই আরোহী। নিহতরা হলেন, ভেড়ামারার বাহিরচর গ্রামের শুকুর আলী ও আল-আমিন। নিহতদের মরদেহ পাঠানো হয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে।

পুলিশ ট্রাকটি জব্দ করলেও, পালিয়ে গেছে ড্রাইভার। এদিকে, মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply