স্টাফ রির্পোটার,নেত্রকোণা
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নে শনিবার সকালে এক ওষুধ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ী ওই উপজেলার কালাইকান্দি গ্রামের কালা চাঁন মিয়ার ছেলে মিলন মিয়া (২৫)।
পুলিশ জানায়, কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি গ্রামের পাশে একটি ক্ষেতে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওষুধ ব্যবসায়ী মিলন মিয়ার লাশ উদ্ধার করে।
কলমাকান্দা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, নিহত মিলন মিয়া স্থানীয় কালাইকান্দি মোড়ে বাজারে ওষুধ ও কাপড়ের ব্যবসায়ী ছিল। পূর্বশত্রুতার জেরে কে বা কারা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
Leave a reply