অবশেষে আদালতের নির্দেশ মোতাবেক বাবরি মসজিদের জন্য বরাদ্দ দেয়া ৫ একর জায়গা মেনে নিল ভারতের উত্তরপ্রদেশ সুন্নি ওয়াক্ফ বোর্ড।
বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করার নির্দেশের পর মসজিদের জন্য ৫ একর জমি বরাদ্দ দেয়া নিয়ে ভারতের মুসলিম সমাজের আপত্তি থাকলেও পরে আদালতের নির্দেশ মেনে নিতেই সে জমি নেয়ার সিদ্ধান্ত নিল সুন্নি ওয়াক্ফ বোর্ড।
অযোধ্যা থেকে ২০ কিলোমিটার দূরে রৌনাই টাউনশিপের মধ্যে ধান্নিপুর গ্রামে ৫ একর জমি দেয়া হয়েছে বাবরি মসজিদ নির্মাণের জন্য।
সুন্নি ওয়াক্ফ বোর্ড বলছে, জমি নিতে অস্বীকার করার এখতিয়ার বোর্ডের নেই। কারণ তা হলে তা আদালত অবমাননার সামিল হতো।
তবে আদালতের নির্দেশে উত্তরপ্রদেশ সরকারের বরাদ্দ দেয়া এই ৫ একর জমি কিভাবে ব্যবহার করা হবে তা আগামী ২৪ ফেব্রুয়ারি সুন্নি ওয়াক্ফ বোর্ডের সভায় সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, গতবছর ৯ নভেম্বর অযোধ্য জমি বিতর্কে রায় দেয় ভারতীয় সুপ্রিম কোর্ট। সেই রায়ে বলা হয়, অযোধ্যস্থলে ২.৭৭ একর বিতর্কিত জমিতেই রাম মন্দির তৈরি হবে। পাশাপাশি অযোধ্যার মধ্যেই বাবরি মসজিদ তৈরির জন্য ৫ একর জমি দেওয়া হবে মুসলিম পক্ষকে।
Leave a reply