আপিল বিভাগের নির্দেশমতো আজ বিটিআরসিতে ১ হাজার কোটি টাকা জমা দিবে গ্রামীণফোন। গ্রামীণফোনের কমিউনিকেশন বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উচ্চ আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।
গ্রামীণফোনের কাছে বিটিআরসি’র নিরীক্ষা বাবদ পাওনা ১২ হাজার ৫৮০ কোটি টাকা। গত বৃহস্পতিবার আপিল বিভাগ গ্রামীণফোনকে সোমবারের মধ্যে এক হাজার কোটি টাকা দেয়ার নির্দেশ দেন। এর আগে, তিন মাসের মধ্যে দুই হাজার কোটি টাকা দেয়ার নির্দেশনা ছিল। তিন মাস পেরিয়ে গেলেও টাকা না দিয়ে রিভিউ আবেদন করে গ্রামীণফোন। রিভিউ আবেদনের শুনানিতে নতুন আদেশ দেন আদালত।
Leave a reply