বিএনপি দেশের সর্বোচ্চ আদালতে বিশ্বাস করে। বিশ্বাস করি বলেই বারবার যায়। আমরা আশা করি, আমরা ন্যায়বিচার পাব। তবে, ফ্যাসিস্ট সরকার আদালতেও হস্তক্ষেপ করছে। এসব মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্রমিক দলের মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, বর্তমান সরকারের পদত্যাগেই রাজনৈতিক সংকট নিরসন হবে। খালেদা জিয়াকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে সাজা দেয়া হচ্ছে। জামিনের হক থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে।
উচ্চ আদালত থেকে খালেদা জিয়া জামিন পাবেন বলে আশা প্রকাশ করে তিনি বলেন, প্রত্যাশা করবো- বিচার বিভাগ তার স্বাধীনতাকে রক্ষা করবেন এবং সত্যিকার অর্থেই মামলার যে রায় হওয়া উচিত, সেই রায় দেবেন। কারণ, তাকে আটকিয়ে রাখার কোনো বিধান নেই। আপনারা তাকে যে আটকিয়ে রেখেছেন, বেআইনিভাবে রেখেছেন।
ফখরুল বলেন, দেশে ন্যায় বিচার নেই। দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিনষ্ট করেছে সরকার। গোটা বাংলাদেশের মানুষকে মামলা দিয়ে বুটের নিচে চেপে রাখা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
Leave a reply