কিশোর গ্যাং’র দ্বন্দ্ব: রাজধানীর হাতিরঝিলে কিশোর নিহত

|

রাজধানীর হাতিরঝিলে ছুরিকাঘাতে নিহত হয়েছে শিপন নামের এক কিশোর। মূলত দুই কিশোর গ্রুপের দলাদলিতে রোববার মধ্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিপন।

তার পরিবারের অভিযোগ, বছর দুয়েক আগে পরীক্ষায় নকল করতে না দেয়ার জেরে সুজনসহ আরো কয়েকজন মিলে হত্যা করে শিপনকে। । ঘটনার পরপরই অপরাধীদের আটকে অভিযান চালায় পুলিশ। তবে, এ বিষয়ে পুলিশ কোন কথা বলতে রাজি হয়নি।

বন্ধুদের অভিযোগ, স্থানীয় সুজন গ্রুপের কয়েকজন মিলে হাতিরঝিলের বউ-বাজার বেগুনবাড়ীর সেতুর নিয়ে শিপন-মানিকের ওপর হামলা করা হয়। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডেকেলে ভর্তি করানো হয়, সেখানে মারা যায় শিপন, সংকটাপন্ন তার বন্ধু মানিকের অবস্থা।

ঘটনার পর রোববার মধ্যরাতে জড়িতদের ধরতে অভিযান চালায় পুলিশ। কয়েকজনকে গাড়িতে উঠানো হলেও আটকের বিষয়ে কোন তথ্য দিয়ে রাজি হয়নি দায়িত্বশীলরা।

পুলিশের ধারণা, মধুবাগ- বউবাজার এলকার কিশোরদের গ্রুপ ভিত্তিক দলাদলির কারণেই এই ঘটনা ঘটছে। তবে, কয়েক দফা চেষ্টার পরও, এ ইস্যুতে হাতিরঝিল থানা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply