নাগরিকত্ব সংশোধন আইনকে কেন্দ্র করে রণক্ষেত্র দিল্লি

|

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে দিল্লিতে। রোববার সন্ধ্যায় জাফরাবাদে হয় এ ঘটনা।

সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দু’দিন ধরেই মেট্রো স্টেশনের কাছাকাছি একটি রাস্তা অবরোধ করে রেখেছিল একদল আন্দোলনকারী। একই সময় রাজধানীর বেশ কয়কটি এলাকায় সিএএ’র পক্ষে অবস্থান কর্মসূচি চালায় আরেকটি পক্ষ। এক পর্যায়ে রোববার সন্ধ্যায় মুখোমুখি অবস্থান নেয় দু’পক্ষ। একে অপরের দিকে ইট-পাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ।

সংঘর্ষ শুরুর জন্য একে অপরকে দোষারোপ করছে দু’পক্ষ। এ বিষয়ে তদন্তের কথা জানিয়েছে দিল্লি পুলিশ। বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply