মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মাহাথির

|

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মাহাথির মোহাম্মদ। সোমবার দেশের রাজার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

পদত্যাগ নিয়ে ব্যাপক গুঞ্জনের মাঝে হঠাৎই এমন ঘোষণা দিলেন মাহাথির। জানান, নতুন সরকার গঠনের সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত।

গত শুক্রবার দেশটির ক্ষমতাসীন জোটের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের বৈঠকেই শিগগিরই পদত্যাগের আভাস দিয়েছিলেন মাহাথির। তখন অবশ্য, নভেম্বর পর্যন্ত দায়িত্বে থাকার ইঙ্গিত ছিল মাহাথিরের বক্তব্যে।

এর আগে, গত ডিসেম্বরে কাতারের দোহা ফোরামে ২০২০ সালের পরেও ক্ষমতায় থাকার আভাস দিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সেসময় পদত্যাগের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতেও অস্বীকার করেন তিনি।

তবে শেষ পর্যন্ত, নির্বাচনকালীন প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতাগ্রহণের দুই বছরের মাথায় সরে দাঁড়ালেন তিনি। কিয়াদিলান রাকাইয়াত পার্টির সভাপতি আনোয়ার ইব্রাহিমের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন এমন শর্তেই নির্বাচনে লড়েছিলেন মাহাথির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply