দুদকের কাজে সার্বিক অগ্রগতি নেই, রাজনৈতিক ক্ষেত্রে নিরপেক্ষভাবে দুদক কাজ করছে না বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
মঙ্গলবার রাজধানীর মাইডাস সেন্টারে দুদক নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গবেষণায় বলা হয়েছে, দুদকের উপর জনগণের আস্থার ঘাটতি আছে। ছোট দুর্নীতিবাজদের নিয়ে দুদক বেশি মনোযোগী। বড় দুর্নীতিবাজদের ধরতে দুদকের আগ্রহ নেই। দুদক ক্ষমতাসীন দল ও জোটের রাজনীতিকদের বিরুদ্ধে নমনীয়।
আইন প্রনয়নের মাধ্যমে দুদকের কার্যক্রমে প্রভাব সরকারের প্রভাব বিস্তারের চেষ্টার তথ্যও উঠে এসেছে গবেষণায়। টিআইবি দুদককে আরো কার্যকর ও স্বাধীন করতে আইন সংশোধনের সুপারিশ করেছে।
Leave a reply