পটুয়াখালী প্রতিনিধি
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের দায়ে পটুয়াখালীর কুয়াকাটায় আট রেস্তোরার মালিককে এক লাখ ৭০ হাজার টাকার অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে পটুয়াখালী’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল ইসলাম ও মোঃ এরফান উদ্দিনের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড করেন। এসময় র্যাব-৮ পটুয়াখালীর কোম্পানি কমান্ডার মোঃ রইছ উদ্দিনসহ র্যাব সদস্যরা এ অভিযানে সহায়তা করেন।
কুয়াকাটায় রেস্তোরাসহ খাবার হোটেল এবং ফিস ফ্রাইয়ের দোকানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও সংরক্ষণ করার অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। এছাড়া অতিরিক্ত দাম রাখারও অভিযোগ রয়েছে। এনিয়ে মিডিয়ায় একাধিক প্রতিবেদন প্রচার ও প্রকাশিত হয়।
Leave a reply