রাজধানীতে একরাতে গাড়ির ধাক্কায় মারা গেলো চার মোটর সাইকেল আরোহী। এর মধ্যে বনানী ও ডেমরায় আলাদা দুটি দুর্ঘটনায় মারা যান দুই নারী ও দুই যুবক।
রাত ১২টার দিকে, বনানীর সেতু ভবনের সামনে স্কুটি বাইকে করে যাচ্ছিলেন সৈয়দা কচি ও সোনিয়া। বিকট শব্দে বাইক থেকে ছিটকে পড়েন তারা। আশপাশের সবাই এসে তাদের হাসপাতালে পাঠালে, মৃত ঘোষণা করেন ডাক্তাররা। ধারণা করা হচ্ছে, কোনো যানবাহন তাদের বাইককে ধাক্কা দিয়ে পালিয়েছে। নিহত কচি পার্ল ইন্টারন্যাশনালে সেলস অফিসার ছিলেন। দু’জনই চাকরী সূত্রে বন্ধু ছিল বলে জানিয়েছে পরিবার।
এদিকে, ডেমরার কোনাপাড়ায় বালুর ট্রাকের ধাক্কায় দুই যুবক মারা গেছে। পুলিশ জানায়, রাত ১২টার দিকে দুই বন্ধু সাদিম রিজভী ও ঐশ্বিক আহমেদ মোটর সাইকেলে স্টাফ কোয়ার্টারের দিকে যাবার সময় পেছন থেকে ট্রাক ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যায় পলিটেকনিক ছাত্র সাদিম। ঢাকা মেডিকেলে মারা যায় ডেমরার আরেক কলেজ ছাত্র ঐশ্বিক।
Leave a reply