বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ দেয়া হবে আজ। গত ২৩ ফেব্রুয়ারি এ দিন ধার্য করেন বিচারপতি ওবায়দুল হাসান ও কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।
এদিকে আদালতের আদেশ অনুযায়ী গতকাল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে শারীরিক অবস্থার প্রতিবেদন হাইকোর্টে জমা দেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ। খালেদা জিয়ার আইনজীবীদের আশাবাদ, শারীরিক অবস্থা বিবেচনা করে জামিন দেয়া হবে বিএনপি চেয়ারপারসনকে। গত বছরের ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসনের আবেদন নাকচ করেন আপিল বিভাগ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া দুই বছর ধরে কারাবন্দি। শারীরিক অসুস্থতা বেড়ে গেলে গত বছরের এপ্রিলে চিকিৎসার জন্য তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
Leave a reply