সিরীয় বাহিনীর বিমান হামলায় ইদলিবে নিহত হয়েছে কমপক্ষে ৩৩ তুর্কি সেনা। জবাবে, পাল্টা হামলা চালাচ্ছে তুরস্ক।
বৃহস্পতিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ হাতয়ের গর্ভনর জানান, রাতের আঁধারে চালানো অভিযানে বাড়তে পারে মৃতের সংখ্যা। কারণ, হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থা সংকটাপন্ন। তার আশঙ্কা- বাড়বে বাস্তুচ্যুতের সংখ্যাও। কুর্দি গেরিলা নিমূর্লে সিরিয়ায় কয়েক হাজার সেনা মোতায়েনের পর, এটাই তুর্কি বাহিনীর সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। হামলায়, গভীর উদ্বেগ প্রকাশ করে শিগগিরই অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। যুদ্ধ পরিস্থিতির দিকে গড়ালে, ন্যাটো সদস্য আঙ্কারার পাশে দাঁড়ানোর ঘোষণা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের।
Leave a reply