সিঙ্গাপুরে করোনাভাইরাস আক্রান্ত দু’জন বাংলাদেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বাকি ৩ জন।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে রাজধানীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আমাদের জন্য একটি আনন্দের বিষয় যে সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজন বাংলাদেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গতকাল আরেকজন বাড়ি ফিরেন।
এদিকে, সিঙ্গাপুরে করোনা আক্রান্ত যে বাংলাদেশির অবস্থা জটিল ছিল, তিনি অপরিবর্তনীয় অবস্থায় রয়েছেন। আর বাকীরা স্থিতিশীল অবস্থায় আছেন। তারা যেকোনো সময় হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে জানান তিনি। তবে চীনের বাইরে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে বলে এখন আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর সিঙ্গাপুরে পাঁচজন এবং সংযুক্ত আরব আমিরাতে একজন বাংলাদেশি আক্রান্ত হন।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় দু’জনসহ এ পর্যন্ত মোট ৮৭ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারও মধ্যে নভেল করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানান আইইডিসিআর পরিচালক।
Leave a reply