দিল্লিতে পুলিশ কর্তৃক নির্যাতিত ও জোর করে জাতীয় সঙ্গীত গাওয়ানো যুবক নিহত

|

দিল্লিতে সিএএ বিরোধীদের উপর চারদিন ব্যাপী চলা সহিংসতার সময় রাস্তায় দিল্লি পুলিশ কর্তৃক নির্যাতিত ও জোর করে জাতীয় সঙ্গীত গাওয়ানো এক যুবকের মৃত্যু হয়েছে। খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার।

নিহত ওই যুবকের নাম ফয়জান (২৪) বলে শনাক্ত করা হয়। উত্তর-পূর্ব দিল্লির কর্দমপুরীর বাসিন্দা তিনি। বৃহস্পতিবার লোক নায়ক জয়প্রকাশ হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।

হাসপাতালের চিকিৎসক কিশোর সিংহ বলেন, ‘মঙ্গলবার নিউরোসার্জারি ওয়ার্ডে ওই যুবককে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। ওঁর শরীরে গুলি লাগে। অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল।’

সহিংসতা চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, রাস্তার পড়ে থাকা পাঁচ যুবককে মারধর করছে দিল্লি পুলিশ এইসময় তাদেরকে ভারতের জাতীয় সঙ্গীত গাইতেও বাধ্য করা হয়। মারধরের সময় এক পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, ‘‘আর আজাদি চাই?’’।

ভিডিওতে ফুটপাতের পাশে নীল জামা পরা এক যুবককে পড়ে থাকতে দেখা গিয়েছিল। তিনিই নিহত ফয়জান বলে জানা গিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply