মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মুহিউদ্দিন ইয়াসিন। রোববার, স্থানীয় সময় সকালে সাড়ে ১০টায় দেশটির রাজপ্রাসাদে আয়োজন করা হয় এ অভিষেক অনুষ্ঠানের।
দেশের ৮ম প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা নিলেন ৭২ বছর বয়সী এই রাজনীতিক। তিনি ছিলেন মাহাথির সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি উপ-প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
সম্প্রতি, রাজনৈতিক টানাপোড়েনের কারণে তাকে বাছাই করেন রাজা সুলতান আবদুল্লাহ। দু’বছরের কম সময় ক্ষমতায় থাকা এবং সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ অবশ্য এই নির্বাচনে নাখোশ। নতুন সরকারের জনপ্রিয়তা যাচাইয়ে পার্লামেন্টে জরুরি আস্থা ভোটের ডাক দিয়েছেন তিনি। হুঁশিয়ারি দিয়েছেন, তাতে উৎরে যেতে পারবেন না নতুন প্রধানমন্ত্রী। গেলো এক সপ্তাহ ধরেই মালয়েশিয়ার রাজনীতিতে চলছে নানা নাটকীয়তা।
Leave a reply