রাজধানীর মগবাজারের একটি পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু রুশদির মৃত্যুর তিন দিন পর তার মা জান্নাতুল ফেরদৌসীও (৩৮) মারা গেছেন। রোববার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, গত বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের দিন একেএম রুশদি মারা যায়। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজন হলো।
এদিকে, অগ্নিকাণ্ডে দগ্ধ রুশদির বাবা শহিদুল কিরমানি রনির (৪৫) অবস্থাও গুরুতর। পোড়া শরীর নিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন তিনি।
বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, জান্নাতের শরীরের ৯৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। দেহের ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে এখনও হাসপাতালে রয়েছেন জান্নাতের স্বামী শহিদুল।
এর আগে, গত বৃহস্পতিবার গ্যারেজে লাগা আগুনে মারা যায় ৩ জন। তারা হলেন, জান্নাতুল ফেরদৌসের ছেলে চার বছরের ছেলে একেএম রুশদি, এইচএসসি পরীক্ষার্থী আফরিন জাহান যূথী ও আব্দুল কাদের লিটন। বৃহস্পতিবার ভোরে ৫-তল ওই ভবনের আগুনে বিস্ফোরিত হয় একটি গাড়ির সিলিন্ডার। বেড়ে যায় আগুনের তীব্রতা। পুরোপুরি পুড়ে যায় গ্যারেজে থাকা তিনটি প্রাইভেটকার ও দু’টি মোটরসাইকেল।
Leave a reply