দেশজুড়ে নাগরিকত্ব প্রমাণের জন্য নানা দলিল কাগজ উপস্থাপন করার আইন এনআরসি করার পর জানা গেল খোদ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরই কোনো নাগরিকত্ব প্রমাণ করার মতো কাগজ নেই। খবর ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের।
ভারতীয় প্রধানমন্ত্রীর সরকারি দফতর হতে তার সচিব প্রবীণ কুমার জনান, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৩ ধারা অনুযায়ী নরেন্দ্র মোদি জন্মসূত্রে ভারতীয় নাগরিক। তার নাগরিকত্ব প্রমাণের কোনো কাগজপত্র নেই।
গত ১৭ জানুয়ারি শুভঙ্কল সরকার নামে এক ভারতীয় নাগরিক তথ্য অধিকার আইনের ব্যবহার করে প্রধানমন্ত্রীর নাগরিকত্ব প্রমাণের কাগজ দেখতে চাইলে এমনটা জানানো হয় মোদির দফতর থেকে।
সম্প্রতি ভারতজুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিক্ষোভের মধ্যেই এই তথ্য বিরোধী রাজনৈতিক পালে বেশ হাওয়া দিয়েছে। বিশেষত, আসামে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) তৈরির পরে বহু মানুষ নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হয়ে ‘ডিটেনশন’ সেন্টারে ঠাঁই পাওয়ার পর এ নিয়ে আরও প্রশ্ন তৈরি হয়েছে।
Leave a reply