Site icon Jamuna Television

মুজিববর্ষের অনুষ্ঠানে মোদীর আগমন কেউই ঠেকাতে পারবে না: নাসিম

মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন কেউই ঠেকাতে পারবে না- এমন দাবি করেছেন ১৪দল মুখপাত্র মোহাম্মদ নাসিম।

তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশের মিত্র ভারতের অতিথিদের আগমন নিয়ে যারা অরাজকতা সৃষ্টি করবে তাদের রুখে দেয়া হবে। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে নারী ও শিশু নির্যাতনবিরোধী সমাবেশে এই ঘোষণা দেন তিনি।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের মামলাগুলো বিচার দ্রুত শেষ করার দাবি জানান নেতারা। আগামী ১৭ই মার্চ সন্ধ্যায় মানিক মিয়া এভিনিউ থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত মোমবাতি মিছিল সফল করতে নেতা-কর্মিদের নির্দেশ দেন নাসিম।

Exit mobile version