ওয়াসিম আকরাম-ইমরান খানদের এলিট ক্লাবে মাশরাফী

|

কিংবদন্তি ওয়াসিম আকরাম, শন পোলক, ইমরান খানদের এলিট ক্লাবের সদস্য হলেন মাশরাফী বিন মোর্ত্তজা। ওয়ানডে অধিনায়ক হিসেবে উইকেট শিকারে সেঞ্চুরি করেছেন মাশরাফী।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ২ উইকেট শিকারের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে সেঞ্চুরি পূর্ণ করেছেন মাশরাফী। ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে মাশরাফী ছাড়াও এই রেকর্ড গড়েছেন আরও চারজন কিংবদন্তি বোলার।

মাশরাফীর আগে পাকিস্তানের দুই কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম ও ইমরান খান এই রেকর্ড গড়েছেন। ওয়াসিম আকরাম ১০৯ ম্যাচে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ১৫৮ উইকেট শিকার করেছেন।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার শন পোলক ৯৭ ম্যাচে ১৩৪ উইকেট শিকার করেছেন। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান ১৩৯ ম্যাচে অধিনায়ক হিসেবে ১৩১ উইকেট শিকার করেছেন।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার ৮৬ ম্যাচে ১০১ উইকেট শিকার করেছেন। বিশ্বের চতুর্থ বোলার হিসেবে ৮৬ ম্যাচে ১০০টি উইকেট শিকার করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply