জাল টাকা উদ্ধারের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়ার দুই সহযোগীকে ফের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- সাব্বির খন্দকার ও শেখ তায়্যিবা।
গতকাল উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দিদার হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পাঁচদিনের রিমান্ড শেষে তাদের আদালতে তোলে গোয়েন্দা পুলিশ। বিমানবন্দর থানার জাল টাকা উদ্ধারের মামলায় তাদের পুনরায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
গত ২৪ ফেব্রুয়ারি জাল টাকা উদ্ধার, অস্ত্র ও মাদকের পৃথক তিন মামলায় শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর মধ্যে বিমানবন্দর থানার জাল টাকা উদ্ধারের মামলায় পাঁচদিন, শেরেবাংলা নগর থানার অস্ত্র ও মাদক আইনে দায়ের করা মামলায় পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র্যাব।
Leave a reply