না ফেরার দেশে পাড়ি জমালেন বিশিষ্ট সুরকার সেলিম আশরাফ

|

না ফেরার দেশে পাড়ি জমালেন বিশিষ্ট সুরকার সেলিম আশরাফ। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

রোববার দিবাগত রাত ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেলিম আশরাফের স্ত্রী কণ্ঠশিল্পী আলম আরা মিনু গণমাধ্যমকে তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেন।

বেশ কয়েক বছর যাবত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন সেলিম আশরাফ। গত বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা প্রকট আকার ধারণ করে। চিকিৎসা ব্যয় মেটাতে বেশ হিমশিমও খেতে হয়েছে তাকে। প্রধানমন্ত্রীর থেকে তাকে ১০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র করে দেয়া হয়। ২০১৮ সালে একবার ভারতেও চিকিৎসা করান তিনি।

সেলিম আশরাফ’র সুরে ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’ ও ‘এই যাদুটা যদি সত্যি হয়ে যেতো’সহ বেশকিছু গান শ্রোতামহলে দারুণ সাড়া ফেলে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply