তড়িঘড়ি করে গেজেট প্রকাশ ও নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে তাবিথের পিটিশন দাখিল

|

সদ্য শেষ হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়নি ও তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করা হয়েছে দাবি করে পিটিশন দাখিল করেছেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

সোমবার সকালে ঢাকা যুগ্ম জেলা জজ আদালত-১ এ ((বিচারক উৎপল ভট্টাচার্যের)) উপস্থিত হয়ে আইনজীবীদের সঙ্গে নিয়ে তাবিথ আউয়াল এই পিটিশন দাখিল করেন।

এতে প্রধান নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলামসহ আটজনকে বিবাদী করা হয়েছে। এটি পরবর্তীতে শুনানী হবে বলে জানা গেছে।

গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। উত্তরে আতিকুল ইসলাম ও দক্ষিণে শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply