পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর বলেশ্বর গ্রামের একটি মাঠ থেকে জেলে আবুল হোসেন খা এর লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলে আবুল হোসেন খা (৬০) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেরার বদনীভাঙ্গা গ্রামের মৃত নাদিম খার পুত্র।
ইন্দুরকানী থানার ওসি মো: হাবিবুর রহমান জানান, বালিপাড়া ইউনিয়নের চর বলেশ্বর গ্রামের একটি মাঠ থেকে গালায় মাফলার পেচানো অবস্থায় জেলে আবুল হোসেন খা এর লাশ উদ্ধার করা হয়। এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে তদন্তের পরে বলা যাবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
Leave a reply