ফিলিপাইনের একটি শপিং মলে হামলা চালিয়ে কমপক্ষে ৩০ জনকে জিম্মি করে রেখেছে এক বন্দুকধারী। তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
ম্যানিলায় শপিং মলটি ঘিরে রেখেছে নিরাপত্তা কর্মীরা। হামলাকারীর সাথে যোগাযোগ করে আপসের চেষ্টা করছে। পুলিশ জানায়, সোমবার এলোপাতাড়ি গুলি ছুঁড়তে ছুঁড়তে ভেতরে ঢোকে হামলাকারী। এতে গুলিবিদ্ধ একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
হামলাকারী একই শপিং মলের নিরাপত্তা কর্মী ছিলেন। তবে কিছুদিন আগে চাকরিচ্যুত করা হয় তাকে। প্রতিশোধ নিতেই এমন ঘটনা বলে জানিয়েছে পুলিশ।
Leave a reply