আটটি রুটে গাড়ি চলাচলের দাবিতে খুলনাসহ পশ্চিমাঞ্চলের ছয়টি রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ করে দিয়েছে ঝালকাঠি মালিক সমিতির নেতারা। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।
আন্দোলকারীরা জানান, গতকাল বরিশাল সার্কিট হাউজে দাবি পূরণের বিষয়ে চার জেলার পরিবহন নেতাদের সাথে প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক ছিল। কিন্তু এতে বরিশাল পটুয়াখালী ও বরগুনা জেলার কোনো পরিবহন নেতাই অংশগ্রহণ করেননি। সভা পণ্ড হলে বাস চলাচল বন্ধ করে দেয়ার ঘোষণা দেন ঝালকাঠি মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন মোহাম্মাদ বাচ্চু।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply