তালেবান-মার্কিন শান্তিচুক্তির পরও, আফগানিস্তানের খোস্ত প্রদেশে বোমা বিস্ফোরণে প্রাণ গেলো কমপক্ষে ৩ জনের। সোমবারের এই হামলায় আরও ১১ জন আহত।
প্রাদেশিক পুলিশ প্রধান জানান, একটি ফুটবল ম্যাচ চলাকালে মোটরসাইকেলে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে, তালেবান সাময়িক অস্ত্রবিরতির সমাপ্তি ঘোষণার পরই হলো হামলাটি।
এর আগে, শনিবার কাতারে শান্তিচুক্তি সই করে তালেবান ও যুক্তরাষ্ট্র। চার দফার চুক্তি অনুসারে- তালেবান সব শর্ত মেনে চললে ১৪ মাসের মধ্যে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। একইসাথে, ১০ মার্চ থেকে আন্তঃ আফগান আলোচনা শুরুর কথা। তবে, ৫ হাজার তালেবান বন্দিমুক্তির শর্তে রাজি হয়নি, আশরাফ ঘানি সরকার।
Leave a reply