রাজধানী ঢাকার পানির সমস্যা সমাধানে জরুরি প্রকল্প হাতে নিয়েছে সরকার। এতে ভূ-গর্ভস্থ পানির চেয়ে মাটির ওপরের স্তরে পানি বেশি ব্যবহার হবে। এ সংক্রান্ত ৭৩২ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায়।
প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা ওয়াসা।
মঙ্গলবার সকালে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় ৭টি প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়।
পরিকল্পনা কমিশন জানায়, ঢাকার অনেক এলাকায় এখনো সারাদিন পানি পাওয়া যায় না। আবার পানির সঙ্গে ময়লা-শেওলা মিশে থাকে হরহামেশা। সমস্যা সমাধানে নতুন করে ৫৬৫টি গভীর নলকূপ স্থাপন করা হবে। বৃষ্টির পানি ধরে রাখতে তৈরি হবে ৫০টি রেইন ওয়াটার হারভেস্টিং পয়েন্ট। এখান থেকে দুই সিটি কর্পোরেশনে ৩৮০টি পাম্প স্টেশনের মাধ্যমে পানি সরবরাহ করা হবে।
অন্যদিকে, কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙ্গন রোধে ৬শ কোটি টাকার প্রকল্প নিয়ে আলোচনা চলছে একনেক সভায়।
Leave a reply