চায়ের দোকানে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে খুন

|

স্টাফ রিপোর্টার, যশোর
পূর্ব বিরোধের জের ধরে শার্শার পল্লীতে আনিছুর রহমান (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার কেরালখালী গ্রামের একটি চায়ের দোকানে৷

নিহত যুবক ওই গ্রামের মোসলেম আলীর পুত্র ৷

শার্শার নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ কর্মী আনিছুর রহমান নিজ গ্রামের চায়ের দোকানে বসে ছিলেন ৷ হঠাৎ পিছন থেকে একই গ্রামের নাসির তার ঘাড়ে চাইনিজ কুড়াল দিয়ে কোপ মারে ৷ ঘটনাস্থলেই আনিছুর নিহত হয় ৷

শার্শা থানা পুলিশের ওসি আতাউর রহমান জানান, নিহতের ঘটনা শুনেই পুলিশ পাঠানো হয়েছে ৷ হত্যাকারীকে ধরার চেষ্টা চলছে ৷


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply