যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন যুদ্ধ থেকে সরে দাঁড়ালেন ডেমোক্র্যাট নেতা ও ধনকুবের মাইকেল ব্লুমবার্গ। ‘সুপার টিউসডে’র ভোটে দলীয় নেতাকর্মীদের সমর্থন না পাওয়ায় এ সিদ্ধান্ত তার।
বুধবার নিউইয়র্কের সাবেক মেয়র জানান, প্রার্থিতার দৌড়ে না থাকলেও নির্বাচনী প্রচারণার মাঠে দেখা যাবে তাকে। ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী- সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনে কাজ করবেন তিনি। দলের ভেতরে গ্রহণযোগ্যতা যাচাইয়ে ভোটে ১৪ অঙ্গরাজ্যে ভোট হয় মঙ্গলবার। এতে ৭৮ বছর বয়সী এই নেতা জয় পান কেবল আমেরিকান সামোয়াতে। অন্যদিকে, আট রাজ্যে জয়ী হয়ে প্রার্থিতার দৌড়ে শীর্ষে উঠে আসেন জো বাইডেন। আর ক্যালিফোর্নিয়ায় জিতে বাইডেনের বিপরীতে জোরালো অবস্থানে, ভারমন্ট সিনেটর বার্নি স্যান্ডার্স।
Leave a reply