শ্রীলঙ্কাকে ২৫ রানে হারিয়েছে উইন্ডিজ

|

প্রথম টি-২০ তে শ্রীলঙ্কাকে ২৫ রানে হারিয়েছে উইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে ১৯৬ রানের বিশাল সংগ্রহ পায় উইন্ডিজ। জবাবে ১৭১ রানে থামে লঙ্কানদের ইনিংস।

এরআগে টস হেরে ব্যাট করতে নেমে উইন্ডিজকে দারুন শুরু এনে দেন দুই ওপেনার সিমন্স ও কিং। ৭৪ রানের জুটি গড়ে কিং বিদায় নিলেও ৬৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন সিমন্স। মাঝে ১৪ বলে ৩৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। কাইরন পোলার্ড করেন ১৫ বলে ৩৪ রান। পোলার্ডের এটি ছিল ৫’শ তম টি-২০ ম্যাচ। রেকর্ড গড়া ম্যাচে ১০ হাজার পূর্ণ করেন ক্যারিবীয় দলপতি। ১৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওশানে থমাসের বোলিং তোপে পড়ে মাত্র ১৭ রানে তিন উইকেট হারায় স্বাগতিকরা। এরপর কুশল মেন্ডিস ৬৬ ও হাসারাঙ্গা ৪৪ রানের ইনিংস খেললেও পরাজয় এড়াতে পারেনি শ্রীলঙ্কা। ওশানে থমাস শিকার করেন ৫ উইকেট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply