সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ১৩ জন আটক

|

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১৩ সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার দিবাগত মধ্য রাতে সাভারের হেমায়েতপুরের হারুলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান, গেল রাতে গোয়েন্দা পুলিশের একটি দল সাভার থানার একটি সাধারণ ডায়েরির তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে গোয়েন্দা পুলিশের সদস্যরা হেমায়েতপুর হারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ড থেকে ৩ জনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে দুটি দেশিয় অস্ত্র পাওয়া গেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় কাভার্ড ভ্যানের ভিতরে তাদের বাকী সদস্যরা লুকিয়ে আছে। কাভার্ডভ্যানটির তালা খুলে ভিতর থেকে আরও ১০ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকেও দেশিয় অস্ত্র জব্দ করা হয়।

গোয়েন্দা পুলিশ আরও জানায়, তারা দীর্ঘ দিন ধরে সাভার, আশুলিয়াসহ আশপাশের এলাকায় সড়কে ও বাসা বাড়িতে ডাকাতি করে আসছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply