ঢাকার পরে গাজীপুরে প্রথম ই পাসপোর্ট কার্যক্রম শুরু

|

নির্বাচনী অঙ্গীকারে ডিজিটাল হলো দেশ, মুজিব বর্ষে ই পাসপোর্টে ধন্য বাংলাদেশ, এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার পরে গাজীপুরে আনুষ্ঠানিক ভাবে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু করা হয়েছে। আজ দুপুরে শহরের রাজবাড়ী এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আজাদ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম।

পরে অতিথিরা এক ব্যক্তিকে ই পাসর্পেটের জমাদানের রশিদ সরবরাহ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ই পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করেন।

আয়োজকরা জানান, ঢাকার বাইরে এটাই প্রথম গাজীপুরে ই পাসপোর্ট কার্যক্রম শুরু করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply