এক বছরের মধ্যে তৃতীয় নির্বাচনেও, জোট সরকার গঠনের পথে ইসরায়েল। মাত্র তিন আসনের জন্য সরকার গঠন করতে পারছে না, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোট।
১২০ আসনের পার্লামেন্টে, সরকার গঠনে দরকার ন্যূনতম ৬১ আসন। ক্ষমতাসীন লিকুদ পার্টি জয় পেয়েছে ৩৬ আসনে।
অপরদিকে, বিরোধী দল ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি পেয়েছে ৩৩টি আসন। এ অবস্থায় মিত্র দলগুলোকে সাথে নিয়ে সরকার গঠনে ৫৮ আসন পর্যন্ত নিশ্চিত করতে পেরেছে নেতানিয়াহু সমর্থিত জোট। অনিশ্চয়তা রয়ে যাচ্ছে বাকি তিন আসন নিয়ে।
নির্বাচনে ১৫ আসন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে, আরব নেতৃত্বাধীন দল দ্য জয়েন্ট লিস্ট।
Leave a reply