মস্কোতে পুতিন-এরদোগান জরুরি বৈঠক

|

সিরিয়ার ইদলিব পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে জরুরি বৈঠকে বসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

আজ রাশিয়ার রাজধানী মস্কোতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় পুতিন বলেন, আমাদের আলোচনা করার জন্য অনেক কিছুই রয়েছে যা ইদলিবের বর্তমান পরিস্থিতিকে শান্ত করতে পারে সেইসাথে পুনরায় এমন পরিস্তিতিতে না পরতে সহায়তা করতে পারে। যুদ্ধে হতাহতের ঘটনা খুব মর্মান্তিক।

এসময় আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা উচিত বলে জানান পুতিন। পুতিন বলেন এমন কিছু করা উচিত নয় যা তুরস্ক-রাশিয়ার সম্পর্কে চিড় ধরাতে পারে। আর এরদোগানও তাই মনে করেন।

এসময় তুরস্কের হামলায় সিরীয়ান সেনাদের ব্যপক ক্ষয়ক্ষতির সম্মুখিত হতে হয়েছে বলেও জানান পুতিন।

বৈঠক নিয় এরদোগান বলেন, আলোচনা অনেকটা ফলপ্রসূ হয়েছে। আমরা দু’জনই সিরিয়ার বর্তমান পরিস্থিতি উন্নয়ন ও অস্ত্রবিরতি কার্যকর করা নিয়ে কাজ করে যাচ্ছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply