নতুন সদস্য সংযোজনের পর মন্ত্রিসভায় ব্যাপক রদবল আনা হয়েছে।
গতকাল, মন্ত্রী হিসেবে শপথ নেয়া লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এতদিন এ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেননকে করা সমাজকল্যাণ মন্ত্রী করা হয়েছে।
এছাড়া, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা নারায়ণ চন্দ্র চন্দকে দেয়া হয়েছে পূর্ণ মন্ত্রালয়ের দায়িত্ব।
রাজবাড়ির সংসদ সদস্য কাজী কেরামত আলী হচ্ছেন শিক্ষা প্রতিমন্ত্রী।
টেকনোক্র্যাট হিসেবে শপথ নেয়া তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারকে দেয়া হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্ব। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা তারানা হালিমকে দেয়া হয়েছে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব।
নুরুজ্জামান আহমেদকে করা হয়েছে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী।
বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আনোয়ার হোসেন মঞ্জুকে দেয়া হয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব।
অন্যদিকে, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে পরিবেশ ও বনমন্ত্রী করা হয়েছে।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply