মুজিববর্ষ উদযাপনের নামে কোন ধরণের বাড়াবাড়ি না করার নির্দেশ ওবায়দুল কাদেরের

|

মুজিববর্ষ উদযাপনের নামে কোন ধরণের বাড়াবাড়ি না করার জন্য নেতাকমীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যৌথ সভা শেষে সাংবাদিকের তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, মুজিব বর্ষ উদযাপনের নামে মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি আরও বলেন, ক্ষমতার দাপট কেউ দেখাবেন না। কেননা ক্ষমতা আজ আছে কাল নেই।

ওবায়দুল কাদের আরও বলেন, পোস্টার ও বিলবোর্ডে যেন আত্মপ্রচারের মাধ্যম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমতি ছাড়া ম্যুরাল স্থাপন করা যাবে না বলেও জানান তিনি। গণতন্ত্র ও দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply