সরকার না চাইলে খালেদা জিয়ার জামিন হবে না: মওদুদ আহমদ

|

সরকার না চাইলে খালেদা জিয়ার জামিন হবে না। তাই চেয়ারপারসনের মুক্তির জন্য আন্দোলনই বিকল্প পন্থা। এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, পিরোজপুরের ঘটনা প্রমাণ করে আদালত সরকারের ইচ্ছায় চলে। আন্দোলনের মাধ্যমে সরকারের পরিবর্তন করতে হবে।

সভায়, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, জনগণ রাজপথে নামলে সরকার পালানোর পথ খুঁজে পাবে না। পিরোজপুরের ঘটনার মধ্য দিয়ে পরোক্ষভাবে বিচারকদেরও ভয় দেখানো হচ্ছে বলে মন্তব্য করেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply