তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরি

|

জিম্বাবুয়ের বিপক্ষে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। আগের ম্যাচে দেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৮ রানের রানের ইনিংস খেলেছিলেন তামিম। দুই দিনের ব্যবধানে সিলেটের সেই একই ভেন্যুতে আরও একটি সেঞ্চুরি করলেন দেশসেরা এ ওপেনার।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে স্বাগতিক বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমে লিটন দাসকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে রানের রেকর্ড গড়েন তামিম ইকবাল।

২১ বছর আগে ১৯৯৯ সালে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ও মেহরাব হোসেন অপির গড়া ১৭০ রানের রেকর্ড ভাঙেন লিটন-তামিম।

শুধু উদ্বোধনী জুটিতেই নয়, বাংলাদেশের হয়ে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েন তারা।

আগের ম্যাচে ১৩৬ বলে ২০টি চার ও ৩ ছক্কায় ঝকছকে ১৫৮ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলা তামিম শুক্রবারও সেঞ্চুরি করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply