নিজেকে রক্ষা করার পূর্ণ অধিকার রয়েছে তুরস্কের: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

|

সিরিয়ার উত্তরাঞ্চলে আসাদ বাহিনীর আক্রমনাত্মক আচরণের পর তুরস্কের নিজেকে রক্ষা করার জন্য সম্পূর্ণ অধিকার আছে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

বৃহস্পতিবার ইদলিব পরিস্তিতি নিয়ে মন্তব্য করতে যেয়ে এমন কথা বলেন পম্পেও।

পম্পেও বলেন, রাশিয়া, ইরান ও আসাদ বাহিনীর হামলার জবাবে তুরস্কের পূর্ণ অধিকার আছে নিজেকে রক্ষা করার।

পম্পেও আরও বলেন, রাশিয়া, ইরান ও সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় সিরিয়ার সকল মতাদর্শের নাগরিকরা হতাহত হচ্ছেন বিশেষ করে মুসলিমরা। এমতবস্থায় তুরস্কের প্রতি আমাদের সহযোগীতার হাত সবসময় প্রসারিত থাকবে।

জাতিসংঘের বক্তব্য অনুযায়ী, রাশিয়া ও ইরানের সহযোগীতায় আসাদ বাহিনীর হামলায় অন্তত ৯ লাখ লোক তাদের বসতবাড়ি হারিয়ে উদ্বাস্তু জীবনযাপন করছে।

এরআগে, গত রোববার সিরীয় সেনাদের হামলায় ৩৪ তুর্কি সেনা নিহতের পর ইদলিবে অপারেশন স্প্রিং শিল্ড পরিচালনা করছে তুরস্ক।

এরপর, বৃহস্পতিবার ব্যাপক ক্ষয়ক্ষতির পর মস্কোতে এক আলোচনার পর রাশিয়া ও তুরস্ক একটি যুদ্ধবিরতিতে পৌছায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply