পরীক্ষামূলকভাবে ১৮৮ জন রোগীর উপর করোনাভাইরাসের প্রতিষেধক ‘অ্যাকট্রেমা’ প্রয়োগ করলেন চীনা চিকিৎসকরা। খবর রয়টার্স’র।
সুইজারল্যান্ডের রোচে’র তৈরি এই ওষুধ করোনাভাইরাস প্রতিরোধে সক্ষম এমন দাবির পর তাদের ওষুধ পরীক্ষামূলকভাবে ব্যবহার করার অনুমতি মেলে চিকিৎসকদের।
রোচে জানায়, যে সব করোনা আক্রান্ত রোগীর ফুসফুসে গভীর ক্ষত এবং ইন্টারলিউকিন ৬ প্রোটিনের ভারসাম্য হারাচ্ছে, সে সব ক্ষেত্রে রোচের এই ওষুধ অত্যন্ত কার্যকরী।
তাই এবার পরীক্ষামূলকভাবে ‘অ্যাকট্রেমা’ ব্যবহার করছে চিনের ন্যাশনাল মেডিক্যাল প্রোডাক্ট অ্যাডমিনিস্ট্রিশন।
সোমবার রোচে জানায়, শুধুমাত্র চিনেই ২০ লক্ষ ডলারের অ্যাকট্রেমা বিক্রি করেছে। তবে, অ্যাকট্রেমার প্রতিক্রিয়া নিয়ে মুখ খোলেননি রোচে’র কোন বিশেষজ্ঞ।
Leave a reply