রাজশাহীর শ্রীরামপুরে পদ্মায় বরযাত্রীবাহী দুটি নৌকাডুবির ঘটনায় কনেসহ এখন পর্যন্ত অন্তত সাত জন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। সকালে ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছায় বিআইডব্লিউটিএর পাঁচ সদস্যের দল। তারাও উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছে। এখন পর্যন্ত নারী ও শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় পদ্মার চরের খানপুর এলাকা থেকে, দুইটা নৌকায় করে পবা উপজেলার ডাঙ্গির পাড়ার উদ্দেশে রওনা দেয় বউভাতের যাত্রীরা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বরের বাড়ি থেকে কনের বাড়ির দিকে যাচ্ছিলো তারা। মাঝনদীতে নৌকা দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ডুবে যায় নৌযান দুইটি।
জেলা প্রশাসন জানায়, মাঝিসহ নৌকা দুটিতে ৪১ জন যাত্রী ছিলেন। এরমধ্যে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Leave a reply