সিএনএন’র বিরুদ্ধে মামলা করলো ট্রাম্পের প্রচারণা শিবির

|

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম- সিএনএন’র বিরুদ্ধে মামলা করলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির। প্রচারণার ধরনে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের পথ খুলে গেছে বলে মতপ্রকাশ করায়, নেয়া হয় এ আইনি ব্যবস্থা। শুক্রবার আটলান্টার একটি আদালতে দায়ের করা হয় মামলাটি। এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি সিএনএন।

১০ দিনের মধ্যে শীর্ষস্থানীয় গণমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্প শিবিরের এটি তৃতীয় মামলা। এর আগে নিউইয়র্ক টাইমস আর ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় ট্রাম্প শিবির। তিনটি মামলাই করা হয়েছে, ২০১৯ সালে প্রকাশিত বিভিন্ন সম্পাদকীয় ইস্যুতে। সবগুলো লেখাতেই উঠে এসেছিল রাশিয়ার সাথে ট্রাম্প প্রশাসনের নীতিবহির্ভূত সম্পৃক্ততার বিষয়টি। অবশ্য যুক্তরাষ্ট্রের আইনে কলাম লেখকদের সুরক্ষা নিশ্চিত থাকায় মামলাগুলোতে জেতা সহজ হবে না বলে মত বিশ্লেষকদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply