নরসিংদী প্রতিনিধি:
‘প্রজন্ম হোক সমতার’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নরসিংদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আজ রোববার ৮ মার্চ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ দিবস পালন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
র্যালিটি নরসিংদী সার্কিট হাউজ থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নরসিংদী মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ বিভিন্ন নারী সংগঠনের নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উপলক্ষে দেয়া বাণীতে জেলা প্রশাসক বলেন, ‘সেদিন দূরে নয়, যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে, নারীরও জয়’।
Leave a reply