গাজীপুরে মাদ্রাসা ছাত্র হত্যার মূলহোতা ইয়ামিন গ্রেফতার

|

গাজীপুরে মাদ্রাসা ছাত্র ইব্রাহিম হত্যা মামলার মূলহোতা ইয়ামিনকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

রাজধানীর হাজারীবাগের ইকরা দারুল উলুম মাদ্রাসার ৩য় শ্রেনীর ছাত্র ইব্রাহিম হত্যার প্রধান হোতা ইয়ামিনকে ঘটনার ১০ঘন্টা পর আটক করেছে র‍্যাব-১।

আজ সকালে কোম্পানি কমান্ডার আব্দুল আল মামুন পোড়াবাড়ি র‌্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে জানান, নিহত ইব্রাহিমের বাবার অসুস্থতার কথা বলে ইয়ামিন তার মামাতো ভাই ইব্রাহিমকে অপহরণ করে। অপহরণের দুইদিন পর শ্বাসরুদ্ধে হত্যা করে গাজীপুরের সালনার মিরেরগাও এলাকায় মরদেহ ফেলে পালিয়ে যায়।

খুনি ইয়ামিনকে আটকের পর জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যানুযায়ী সালনার একটি বাঁশঝাড় থেকে সকালে নিহত ইব্রাহিমের স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর তার টিফিন বক্স ও বইপত্র পাওয়া যায়।

এর আগে গত ৫ই মার্চ দুপুরে হাজারীবাগ মাদ্রাসা থেকে অপহরণ করা হয় মাদ্রাসা ছাত্র ইব্রাহিম। এর পরে তাকে নিহত অবস্থায় গাজীপুরের সালনার মিরেরগাও এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply