বাংলাদেশে করোনভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করার পর এমতবস্থায় বহির্বিশ্বের সাথে যোগাযোগ কৌশল নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করতে গণভবনে গেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ রোববার সন্ধ্যায় তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করতে যান।
এরআগে, আজ বিকেলে আইইডিসিআর এক ব্রিফিং-এ বাংলাদেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার খবর নিশ্চিত করে।
আইইডিসিআর জানায়, মোট তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মাঝে একজন নারী ও দুইজন পুরুষ। পুরুষ দুইজন সম্প্রতি ইতালি ভ্রমণ করে দেশে ফিরেছেন।
এসময় তাদেরকে একটি হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলেও জানায় আইইডিসিআর।
Leave a reply