কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ার লালন আখড়াবাড়িতে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসবের উদ্বোধন করা হয়েছে। সন্ধ্যা সাতটায় প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি লালন স্মরণোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের এমপি সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ওবায়দুর রহমান, কুষ্টিয়া জজ কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়া জজ কোর্টের জিপি আখতারুজ্জামান মাসুম । উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়ার এনডিসি মোসাব্বিররুল ইসলাম ।
অন্যদিকে লালন মাজার প্রাঙ্গণে একইসাথে সাধুসঙ্গ অনুষ্ঠানেরও উদ্বোধন করা হয় । তিনদিনের স্মরণোৎসবের কালী নদীর পাশে বসেছে গ্রামীণ মেলা ।
আগামীকাল দুপুরে পূণ্যসেবার মধ্যে দিয়ে সাধু সঙ্গ অনুষ্ঠান শেষ হলেও, তিনদিনের মেলা শেষ হবে আগামী ১০ই মার্চ ।
Leave a reply