Site icon Jamuna Television

করোনাভাইরাস নিয়ে মিথ্যা প্রচার, জানান এই ফোন নম্বরে

করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোন ভাবে কোন মিথ্যা বা ভুল তথ্য নজরে আসলে তথ্য অধিতফতরের সংবাদ কক্ষের ফোনে জানাতে বলা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মিথ্যা তথ্য দেখলে নিম্মোক্ত নম্বরে জানাতে বলা হয়েছে। ফোন নম্বর হলো-9512246,9514988, 01715255765, 01716800008। অথবা 999 এ যোগাযোগ করে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ইমেইল করা যাবে piddhaka@gmail.com/piddhaka@yahoo.com এই আইডিতে।

এদিকে করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো বিষয়ে দেশ কিংবা বিদেশ থেকে যোগাযোগের জন্য হটলাইন নম্বর চালু করেছে আইইডিসিআর। হটলাইন নম্বরগুলো হলো- ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১।

আইইডিসিআর সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহ, লক্ষণ বা উপসর্গ দেখা দিলে সরাসরি জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। সেক্ষেত্রে আইইডিসিআরের হটলাইন নম্বরে ফোন করলে বিদেশে কিংবা দেশের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবে তারা।

Exit mobile version