বিসিবিকে ম্যাচে দর্শক সমাগম না করার অনুরোধ স্বাস্থ্যমন্ত্রীর

|

বিসিবিকে ক্রিকেট ম্যাচে দর্শক সমাগম না করার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেন, করোনাভাইরাস মারাত্মক রোগ নয় তবে এটা ছোঁয়াচে।

আজ সোমবার বিকেলে করোনাভাইরাস নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, এটি একজনের শরীর থেকে অন্যজনের শরীরে প্রবেশ করে। আমরা ক্রিকেট বোর্ডকে অনুরোধ করব ম্যাচে যেন দর্শক সমাগম না হয়।

সবসময় সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপাতত কোন করমর্দনের দরকার নেই। পাবলিক গেদারিং পরিত্যাগ করা উচিত। এ সময় বিদেশ থেকে প্রবাসীদের দেশে না ফেরারও আহ্বান জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply